Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঝিকরগাছায় পেট্র‌লের দামবৃদ্ধি

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪১, ৪ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ঝিকরগাছায় পেট্র‌লের দামবৃদ্ধি

যশোর: জেলার ঝিকরগাছার বাঁকড়াসহ আশপাশের বাজারগুলোতে পেট্র‌েলের দাম বাড়িয়েছ‌ে অসাধু ব্যবসায়ীরা। পাম্পে প্রতি লিটার পেট্রলের ৮৬.১৫  টাকা  নিলেও দোকানগুলো দাম নিচ্ছে ১০০ টাকা।

কোনো কোনো দোকানে কোমল পানীয়র বোতলে ইচ্ছা মাফিক পেট্র‌ল পুরে এক বোতল এক  শত টাকা নেওয়া হচ্ছে।

ভাড়ায় মোটর সাইকেল চালক রুস্তম জানান, এক লিটার  মাপের আরসির বোতলের তেলের দাম একশো  টাকা। একশ’র নিচে টাকা দিলে তারা তেল দেয় না। ফলে নিতে হয়। বাকঁড়ার এক মাত্র পাম্পটি  বন্ধ  হওয়ায়  মুদি ব্যবসায়ীরা বেশি  দামে তেল বেঁচে।  যত সমস্যা আমাদের গরীবদের। দেখার কেউ নেই।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables