Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

বেহাল তাহিরপুর-গবিন্দশ্রী সড়ক, দূর্ভোগে তিন গ্রামের মানুষ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৪, ৪ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেহাল তাহিরপুর-গবিন্দশ্রী সড়ক, দূর্ভোগে তিন গ্রামের মানুষ

ছবি : বহুমাত্রিক.কম

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজার থেকে গবিন্দশ্রী সড়কের বেহাল দশা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। ফলে চরম দূর্ভোগের শিকার হচ্ছে তিন গ্রামের প্রায় ৫হাজারের অধিক জনসাধারণ।

প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী,বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের লোকজন, ব্যবসায়ীসহ সকল স্থরের লোকজন উপজেলা সদরে ও বাজারে চরম দূর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে। যেন দেখার কেউ নেই।

স্থানীয়রা জানায়, উপজেলা সদর থেকে সুনামগঞ্জ জেলা সদরে বিভিন্ন যানবাহন দিয়ে যে কোন সময় চলাচল করতে পারলেও তাহিরপুর বাজার থেকে গবিন্দশ্রী পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক দিয়ে চলাচল করা যাচ্ছে না। এই সড়কটি মধ্যে ভাটি তাহিরপুর গ্রামে (উপজেলা সদর থকে প্রায় ১কিলোমিটার দূরে) রয়েছে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,একটি মডেল স্কুল এ দুটি স্কুলে প্রায় ২হাজারের অধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে প্রতিদিন।

স্কুলের পাশেই রয়েছে একটি তহশীল অফিস সেখানেও প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করছে। পাশেই ঠাকুরহাটি গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেখানেও প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত মা,শিশুসহ সকল নারী-পুরুষ চিকিৎসা নিতে আসছে।

অন্যদিকে শুষ্ক মৌসুমে এই সড়ক দিয়ে এই উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন ও পাশ্বভর্তি মধ্যনগড় থানা ও ধর্মপাশা উপজেলার হাজার হাজার জনসাধারন চলাচল করে এই একটি মাত্র সড়ক দিয়ে। যার জন্য এই সড়কটি একটি গুরুত্বপূর্ন সড়ক এ উপজেলার বাসীর জন্য। বর্ষায় হাওরের ঢেউয়ে কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দেয়। মেরামত করা হয় কিন্তু গত ৪বছর ধরে এই সড়কের ডালাই ও রড উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে জরুরি প্রয়োজনে সিএনজি,রিক্সা সহ কোন প্রকার যানবাহন নিয়ে ৩টি গ্রামের জনসাধারন চলাচল করতে পারছে না। পায়ে হেটে চলাচল করতে হচ্ছে বাধ্য হয়ে।

আরও জানা গেছে, প্রায় সাড়ে ৩বছর পূর্বে এই সড়কে নাম মাত্র কাজ করে বিশাল অংকের টাকা হাতিয়ে নেয় সংশ্লিষ্ট কতৃপক্ষ। কিন্তু কাজে কাজ কিছুই হয় নি। ভাঙ্গাছুড়া এই সড়কে দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে অনেক দূর্ঘটনা গঠেছে। এতে করে আহত হয়েছে স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় অর্ধশতাধিক জনসাধারন। যার জন্য স্থানীয় এলাকাবাসীর মাঝে দীর্ঘদিনের চরম ক্ষোব বিরাজ করছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার উন্নয়নের জোয়ার বসাইয়া দিছে তাইলে এই সড়কটা কি? র্দীঘ দিন ধইরা এই অবস্থা থাকা সরকারের উন্নয়ন কওয়া যায়ব। আমরা কি তাহলে এই সরকারের কেউ না এই দেশের বাইরের মানুষ। এই সড়ক দিয়া স্কুলে, ক্লিনিকে, তহশীল অফিসে যায়তে হয় পায়ে হাইটা এই টা কেমন উন্নয়ন সরকারের।

একাধিক স্কুল শিক্ষক জানান, এই সড়ক দিয়ে গুরুত্বপূর্ন ৪টি প্রতিষ্ঠানে নিজেদের প্রয়োজনে সর্বস্তরের জনসাধারন চলাচল করে। আমাকেও শিক্ষক হিসাবে স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন চলাচল করতে হয এই সড়ক দিয়েই। দীর্ঘদিন ধরে এ সড়কটির এই বেহাল অবস্থা দেখে নিজের কাছে খুব খারাপ লাগে বেশি কিছু বলতেও পারি না।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, এই সড়কটির বিষয়ে সবার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer