Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

কোভিড-১৯ কার্যক্রম বাস্তবায়ন করবে ১০ কমিটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ২৮ জুন ২০২০

প্রিন্ট:

কোভিড-১৯ কার্যক্রম বাস্তবায়ন করবে ১০ কমিটি

দেশে কোভিড-১৯ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে ১০টি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত নথিতে এসব কমিটির তালিকা অনুমোদন করা হয়।

কমিটির সভাপতি অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, দু’জন সহ-সভাপতি অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং সদস্য সচিব ডা. রিজওয়ানুল করিম শামীম।

কমিটিগুলো হল- কোভিড-১৯ কোর কমিটিগুলোর সমন্বয় কমিটি, জোনিং সিসটেম বিষয়ক কমিটি, সরকারি ও বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ ল্যাবরেটরি পরীক্ষা সম্প্রসারণ, মান ও মূল্য নির্ধারণ ও তদারকি কমিটি, তথ্য ব্যবস্থাপন, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটি, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা কমিটি, অত্যাবশ্যকীয় ও নিয়মিত স্বাস্থ্যসেবা কমিটি, কোভিড-১৯ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কমিটি, সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিবিষয়ক কমিটি, হাসপাতাল ল্যাবরেটরি ও পরিবেশ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি, ক্লিনিক্যাল গাইডলাইন ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables