Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪

হাসপাতালে কাল থেকে শুরু হচ্ছে আউটডোর-ইনডোর সেবা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ২ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

হাসপাতালে কাল থেকে শুরু হচ্ছে আউটডোর-ইনডোর সেবা

ছবি- সংগৃহীত

সারাদেশে মঙ্গলবার থেকে ইনডোর সেবা ও আউটডোর সেবা সীমিত আকারে চালুর ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এ ছাড়া জরুরি বিভাগের চিকিৎসাসেবা আগের মতো চালু থাকবে বলেও জানিয়েছেন তারা।

সোমবার  বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেইটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকদের পক্ষে এসব তথ্য জানান হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ।

তিনি বলেন, জরুরিসেবা আগের মতোই চালু থাকবে। সীমিত পরিসরে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ চালু করা হবে। হাসপাতালগুলোতে রুটিন সেবা বন্ধ, তবে ইমার্জেন্সি সেবা চালু থাকবে। এ ছাড়া ইনডোর সেবা চলবে।

ডা. আব্দুল আহাদ বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। হামলাকারীদের মধ্যে যাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদের গ্রেপ্তার,স্বাস্থ্যসুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ গঠনের খসড়া না হওয়া পর্যন্ত এ তাদের এ কর্মসূচি চলমান থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer