Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ৩ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি-বহুমাত্রিক.কম

 

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এসএম বালিকা বিদ্যালয় হলরুমে আগৈলঝাড়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার ২৫ জন দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মো. মাহাবুব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া এসএম বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ।

উপকরণ বিতরণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কেএম আজাদ রহমান, এম আলম, শিক্ষক সন্তোষ কুমার রায়, দেবতোষ বড়াল, ননী গোপাল সমদ্দার, সত্যরঞ্জন সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, যুগ্ম-সম্পাদক রাজু হোসেন মোল্লা, শিমু হালদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নিশীতা জাহান, প্রকাশনা সম্পাদক বর্ণালী সরকার চৈতী, শিক্ষার্থী শারমিন সুলতানা প্রমুখ।

এর আগে বুধবার বিকেলে সংগঠনের মাধ্যমে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর ২৬ জন দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

বহুমাত্রিক.কম