
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন সায়েন্স ক্লাব ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।২১ সেপ্টেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
এ বিষয়ে সংগঠনটির সাধারন সম্পাদক আজহার উদ্দীন বলেন, “বিজ্ঞানকে জানো,বিশ্বকে জানো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করা সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে সায়েন্টিফিক মুভি শো, পাঠচক্র,সেমিনার,ওয়ার্কশপ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে "বিজ্ঞান জনপ্রিয়করণ প্রোগ্রাম"।”
তিনি আরও বলেন, “ক্লাবটি বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের নিবন্ধিত হওয়ায় কুমিল্লা অঞ্চলের তরুন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করতে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, কুইজসহ আরও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে এবং আমরা আমাদের কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ের কাছে দায়বদ্ধ। আমরা ২০২৩ সালে আমরা সেকেন্ড ন্যাশনাল অলিম্পিয়াড আয়োজন করি যেখানে প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহন করে এবং ২০২৪ সালে অলিম্পিয়াডে অংশগ্রহনকারী প্রায় দেড়শো শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্টার প্রেজেন্টেশনে প্রথম স্হান অর্জন সহ নানাবিধ অর্জন রয়েছে। ”