Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র‍্যাংকিংয়ে বশেমুরকৃবি শীর্ষে

প্রকাশিত: ২৩:৩৯, ৭ জুন ২০২৩

প্রিন্ট:

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র‍্যাংকিংয়ে বশেমুরকৃবি শীর্ষে

ছবি: বহুমাত্রিক.কম

বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র‍্যাংকিং ২০২৩ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) দেশের সকল বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

বিশ্বের ১০৪টি দেশের প্রায় ২০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই চার সূচকে বিশ্ববিদ্যালয়সমূহের কর্মদক্ষতার উপর এই জরীপ পরিচালনা করা হয়। বশেমুরকৃবি’র শীর্ষস্থান অর্জনের সুনাম দেশের জন্য যেমন আনন্দের একইসাথে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

বিশ্বব্যাপী প্রায় ১৬ মিলিয়ন গবেষণা প্রবন্ধ, ১২১ মিলিয়নেরও বেশি সাইটেশন এবং ৪০ হাজার স্কলারের মতামতের উপর ভিত্তি করে এই র‍্যাংকিং সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনের জন্য ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট প্রমোশনাল টিমকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি আন্তর্জাতিক পরিসরে ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।