
ছবি : বহুমাত্রিক.কম
যশোর : যশোর জেলার ৩০০ ব্যবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়েছে। অপ্রতিষ্ঠানিক খাতের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় ও কর্মসংস্থান সৃস্টিতে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। বুধবার দুপুর যশোরে জিলা স্কুল অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান।
আরও বক্তব্য রাখেন আইএস-আইএসসির মেম্বর সেক্রেটারি আব্দুস সাদেক, নাসিবের প্রেসিডেন্ট শাকির আলী ও বি-স্কিলফুলের মতিউর রহমান। বি-স্কিলফুল প্রকল্প এ সম্মননা অনুষ্ঠানের আয়োজন করে।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এসডিসি ও ইউরোপিয় ইউনিয়ন এ যৌথ অর্থায়নে সুইসকান্ট্যাস্টের মাধ্যমে বি-স্কিলফুল প্রকল্পের অধীনে সারা দেশে চল্লিশ হাজার দরিদ্র নারী ও পুরুষকে টেইলার, মোবইল, রিফ্রিজারেট, এয়ার কন্ডিশনিং টেকনেশিয়ানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে জন্য মৌলিক প্রশিক্ষণ দিয়েছে। যশোরে এ পাঁচ হাজার প্রশিক্ষণ নিয়েছে।
বহুমাত্রিক.কম