Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া গ্যাস-বিদ্যুৎ সংযোগ নয়:নসরুল হামিদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ১৫ জুলাই ২০১৯

আপডেট: ১৬:১২, ১৫ জুলাই ২০১৯

প্রিন্ট:

পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া গ্যাস-বিদ্যুৎ সংযোগ নয়:নসরুল হামিদ

ঢাকা: পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাস, বিদ্যুৎ সংযোগ না দেয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় কার্যদিবসে তিনি এ নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সম্মেলনে সভাপতিত্ব করছেন।

বৈঠক শেষে নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী, যত্রতত্র গড়ে ওঠা শিল্পগুলোকে পর্যায়ক্রমে পরিকল্পিত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। কারণ পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া যত্রতত্র গ্যাস, বিদ্যুতের সংযোগ দিতে নানারকমের সমস্যা হয়।’

তিনি আরো বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিদ্যুৎ বিল ১৪ কোটি টাকাসহ গ্যাস ও জ্বালানি বাবদ পাওনা ৮-৯ হাজার কোটি টাকা। এই টাকা আদায়ে ডিসিরা সচেষ্ট হবেন। যেখানে ব্যর্থ হবেন সেখানকার সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ সরকারের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ডিসিরা সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables