ছবি- সংগৃহীত
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) তৃতীয় কারখানায় স্বয়ংক্রিয় উৎপাদন সুবিধা স্থাপনের লক্ষ্যে ফ্রান্সের এবিবি সেলিয়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
গতকাল বার্জার হাউজে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বার্জার পেইন্টসের পক্ষে এমডি রূপালী হক চৌধুরী, পরিচালক ও সিওও মো. মহসিন হাবিব চৌধুরী, গ্রুপ সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী, টেকনিক্যাল হেড মো. কাউসার হাসান এবং প্রজেক্ট ম্যানেজার মো. মাসুদুল হাসান উপস্থিত ছিলেন।
এবিবি সেলিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্লেন্ডিং ইউনিটের গ্লোবাল ম্যানেজার পিয়ের লেরেটজ এবং বিজনেস প্রসেস অটোমেশন ম্যানেজার জিন ভ্যানডেভেলডে।