Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের এই সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের সদস্য মোঃ জামাল মোল্লা, নুরুল ইসলাম খলিফা, অধ্যাপক আবু হেনা রেজা হাসান, মুঃ মাহমুদ হোসেন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনার পাশাপাশি আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক স্বল্প সময়ে সংকট কাটিয়ে উঠার লক্ষ্যে বাস্তবসম্মত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables