Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

রাশিয়া সাময়িকভাবে পেট্রোল ও ডিজেল রফতানি বন্ধ রেখেছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

রাশিয়া সাময়িকভাবে পেট্রোল ও ডিজেল রফতানি বন্ধ রেখেছে

ফাইল ছবি

সাময়িকভাবে বিশ্বের সব দেশের কাছেই পেট্রোল ও ডিজেল রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ফলে বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করবে। যার ফলে গ্রাহকদের জন্য তেলের দামও কমবে।

এই ঘোষণার পরই ইউরোপের বাজারে পাঁচ শতাংশের বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি টন তেল বিক্রি হয়েছে ১০০০ ইউরোরও বেশি মূল্যে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া পেট্রোল ও ডিজেল সঙ্কটে ভুগছে। দেশটিতে তেলের পাইকারি মূল্যও বেড়েছে।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer