Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ৮ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক

নয়াদিল্লির সাউথ ব্লকে গার্ড অব অনার গ্রহণ করেন বাংলাদেশ সেনাপ্রধান

ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৈঠকে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তাঁরা।

এর আগে নয়াদিল্লির সাউথ ব্লকে গার্ড অব অনার গ্রহণ করেন বাংলাদেশ সেনাপ্রধান। পরবর্তীতে ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের এক টুইটে বিষয়টি জানানো হয়

টুইট লিঙ্ক: https://twitter.com/adgpi/status/1435191289297784837?s=20  

সফরের তৃতীয় দিনে গত মঙ্গলবার নয়াদিল্লীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে মহান স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সেনাপ্রধান। এটিও এক টুইটবার্তায় নিশ্চিত করে ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। 

টুইট লিঙ্ক: https://twitter.com/adgpi/status/1435189890921140227?s=20 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারত ভ্রমণ করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। এর আগে গত এপ্রিল মাসে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বাংলাদেশে পাঁচদিনের সফর করেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভনে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables