Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় সেনা প্রধানের সাক্ষাৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় সেনা প্রধানের সাক্ষাৎ

ঢাকা : সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত আজ ঢাকা সেনানিবাসে সেনা সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ভারতীয় সেনাবাহিনী প্রধান এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীরসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরে ভারতীয় সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে সফররত বিশেষ প্রতিনিধি দলটি গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি শুক্রবার বাংলাদেশে আসেন এবং রোববার তাদের ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer