Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩২, রোববার ২৭ এপ্রিল ২০২৫

বাড্ডায় ডাকাতির জন্য চাপাতি হাতে অবস্থান : ৩ জনকে ধরল পুলিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ১২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

বাড্ডায় ডাকাতির জন্য চাপাতি হাতে অবস্থান : ৩ জনকে ধরল পুলিশ

ফাইল ছবি

রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।গ্রেপ্তার তিনজন হলেন: আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মোজাম্মেল হক (৩৫) ও সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।

বাড্ডা থানা সূত্র জানায়, কয়েকজন যুবক পশ্চিম মেরুল বাড্ডা পাবলিক টয়লেটের উত্তর পাশে খালি জায়গায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।
 
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার তিনজন দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করতো এবং বাসা-বাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্রসহ ভবন নির্মাণ সামগ্রী ছিনিয়ে নিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer