Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

‘শেখ হাসিনা ভারতে থাকলেও তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১২ আগস্ট ২০২৪

প্রিন্ট:

‘শেখ হাসিনা ভারতে থাকলেও তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

ছবি- সংগৃহীত

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার দিল্লিতে দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে না।

সোমবার  বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোসেন এসব কথা বলেন।

ভারতে শেখ হাসিনার দীর্ঘস্থায়ী অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে কি না, সে বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক একটি বড় বিষয়। এটি পারস্পরিক স্বার্থের ওপর গড়ে ওঠে।তিনি বলেন, ‘এটি একটি অনুমানমূলক প্রশ্ন। কেউ কোনো দেশে থাকলে কেন ওই দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এর কোনো কারণ নেই।’তৌহিদ বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়।

স্বার্থের ওপর ভিত্তি করে বন্ধুত্ব গড়ে ওঠে এবং এই স্বার্থগুলিতে আপস করা হলে তা টেকে না।’ পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ‘বাংলাদেশে যেমন ভারতের স্বার্থ আছে, তেমনি দিল্লিতে ঢাকার স্বার্থ আছে। আমরা আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে সব চুক্তি বহাল রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer