Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহ রেঞ্জের ৩০ থানায় পুলিশের কাজে যোগদান : জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ৯ আগস্ট ২০২৪

প্রিন্ট:

ময়মনসিংহ রেঞ্জের ৩০ থানায় পুলিশের কাজে যোগদান : জনমনে স্বস্তি

ফাইল ছবি

পুলিশের দাবিগুলো আদায়ের ব্যাপারে কমিটি গঠন এবং কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ময়মনসিংহ রেঞ্জের ৩০টি থানায় পুলিশ সদস্যরা কাজের যোগদান করেছে বাকি ছয়টি থানায় শনিবারের মধ্যে কাজে যোগদান করবে।

শুক্রবার সন্ধ্যা ৭:০০ টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ সদস্যদের দাবিগুলোর ব্যাপারে পুলিশ বিভাগ অত্যন্ত আন্তরিক। 

এদিকে বাংলাদেশ পুলিশের সদস্যরা কাজে যোগদান করায় স্থানীয় নাগরিকরা নিরাপত্তা ও স্বস্তি প্রকাশ করছেন। পুলিশ সদস্যদের টহল বৃদ্ধি করার জন্য নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন। ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা জানান জেলার ১৩ টি থানায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছে। গৌরীপুর থানায় শনিবার কাজে যোগদান করবে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার। 

শেরপুর জেলার পুলিশ সুপার আকরামুল হোসেন জানান শেরপুর জেলার পাঁচটি থানা ও পুলিশ লাইনে পুলিশ সদস্য শুক্রবার থেকে কাজে যোগদান করেছে। 

ডিআইজি ময়মনসিংহ আরো জানান জামালপুর জেলার সাতটি থানায় এবং  নেত্রকোনা জেলায় ৫টি থানায়  পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছে বাকি ৫ থানায় অবিলম্বে কাজে যোগদান করবে বলে ডিআইজি নিশ্চিত করেছেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer