
ছবি- সংগৃহীত
যশোরের মনিরামপুর উপজেলার বেলতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক অটো রাইস মিলে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের হেলপারসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) ও ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)
পুলিশ জানায়, ট্রাকচালক নূরুল ইসলাম গাজীপুর থেকে সরকারি প্রজেক্টের পানির ট্যাঙ্ক নিয়ে সাতক্ষীরার শ্যামনগর যাচ্ছিলেন। পথে ট্রাকটি যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার বাঁধাঘাটা স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপারী রাইস মিলের গেইটে ঢুকিয়ে দেয়। এ সময় সেখানে থাকা আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া মারা যান। পরে স্থানীয়রা আহত চালকসহ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।