Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৪ জুন ২০২৪

প্রিন্ট:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন। তারা সম্পর্কে ভাই। তারা কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় এটিকে চালু করতে সাগর ও বেলাল পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। তখন আরেকটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে মাঝে আটকে দুইজনের মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান চালক ও সহকারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer