Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

নো হেলমেট, নো ফুয়েল বাস্তবায়নে ময়মনসিংহে জোরদার মনিটরিং 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ২১ মে ২০২৪

প্রিন্ট:

নো হেলমেট, নো ফুয়েল বাস্তবায়নে ময়মনসিংহে জোরদার মনিটরিং 

ছবি- সংগৃহীত

হেলমেট না পরলে মোটরসাইকেল চালকদের জ্বালানি না দেওয়ার নির্দেশনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিয়েছেন, তা বাস্তবায়নের নির্দেশ এসেছে পুলিশের তরফ থেকেও।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ও শিল্পাঞ্চল ভালুকার বিভিন্ন পেট্রোল পাম্পে জোরদার মনিটরিং শুরু করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ। বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে শাহ কামাল আকন্দ নিশ্চিত করেছেন। হেলমেট সহ যারা তেল নিতে এসেছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং যারা হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে প্রবেশ করেছেন তাদেরকে ফিরিয়ে দিয়েছেন এবং হেলমেট পড়ার উপর জোর দিয়েছেন ওসি ভালুকা। 

এদিকে পুলিশ সদরদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক দুর্ঘটনার মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা বলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer