
ছবি: বহুমাত্রিক.কম
জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে গাজীপুর সদর উপজেলায় র্যালী, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। প্রধান অতিথি’র বক্তব্যে ইকবাল হোসেন সবুজ বলেন, আজকের সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জনগণের কাছে দায়বদ্ধতা নিয়ে পবিত্র সংবিধানকে সম্মুন্নত রেখে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সরকারের মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেয়া, জনগণের কাজ করা। স্থানীয় সরকারকে কর্মকর্তা-কর্মচারীদের বিবেক দ্বারা পরিচালিত হয়ে মানুষকে সেবা প্রদানের দ্বারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী বলেন, আমরা যারা সরকারি চাকরি করি, তাদের খুব কম মানুষেরই সুযোগ হয় এলাকায় গিয়ে সেবা দেয়ার। আমাদের আত্মীয়-স্বজন কিন্তু কোন না কোন অফিসে যাচ্ছে। প্রতিটি সরকারি কর্মচারীর উচিত সামনে বসে থাকা মানুষটিকে আপন মনে করে সেবা প্রদান করা। উন্নয়নের সাথে প্রকৃত সম্পৃক্ততা তখনই ঘটবে। আমরা জনগণকে যে সেবা দিয়ে থাকি সেটাকে দৃশ্যমান করার জন্য আজকের এই উন্নয়ন মেলার আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। এসময় গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।