
-কর্মশালায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম
‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্কিং গ্রুপসমূহ সুপারিশমালা প্রণয়ন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক অশোক কুমার দেবনাথ ও রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান ও ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহাম্মদ ভূইয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাহ্। নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিলাশীকরণ (এসসিডিইসিএস) প্রকল্পের অধীনে বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলাসহ ৬ জেলার আঞ্চলিক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বহুমাত্রিক.কম