Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

ময়মনসিংহে নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা শনিবার

মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

ময়মনসিংহে নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা শনিবার

-নির্বাচন কমিশন

‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।কর্মশালায় ওয়ার্কিং গ্রুপসমূহ সুপারিশমালা প্রণয়ন করবেন।

নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাহ্ জানান, এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম। এতে বিশেষ অতিথি থাকবেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য। কর্মশালায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিলাশীকরণ (এসসিডিইসিএস) প্রকল্পের অধীনে বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলাসহ ৬ জেলার আঞ্চলিক কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে নির্ধারিত অংশগ্রহনকারীগণ যোগ দেবেন বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাহ্।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer