Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

যশোরে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ২৭ জুন ২০১৯

প্রিন্ট:

যশোরে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মানববন্ধন

ছবি: বহুমাত্রিক.কম

যশোর : পোল্ট্রি ফিডের দাম কমানোসহ তিনদফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও প্রান্তিক খামারি গোষ্ঠী পরিষদ। প্রেস ক্লাব যশোরের সামনে বুধবার বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সভাপতি অনুপ কুমার পিন্টু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, খামারি  মোশারফ হোসেন, ফিরোজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, পোল্ট্রি ও মৎস্য খামারিরা আজ অসহায় হয়ে পড়েছে। বিগত কয়েক বছর যাবৎ পোল্ট্রি ফিডের দাম কমানো, বছর জুড়ে একদিন-বয়সী-বাচ্চার দাম স্থিতিশীল রাখা এবং ডিম ও মুরগির ন্যায্য দাম প্রাপ্তির দাবিতে দাবি জানিয়ে আসলেও সরকার সেদিকে কোন দৃষ্টি দিচ্ছে না।

ঘোষিত বাজেটেও হতাশ করেছে প্রান্তিক খামারিদের। নতুন কোন সুযোগ সুবিধা তো আসেনি বরং নতুন কিছু সিদ্ধান্ত আরোপ করা হয়েছে যা পোল্ট্রি ফিড, ডিম ও মুরগির মাংসের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এতে বিপদে পড়বে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা।  মানববন্ধন থেকে বক্তারা ক্ষুদ্র খামারিদের রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer