Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

জুম চাষে ব্যস্ত পাহাড়ের কৃষক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৩, ৬ মে ২০১৫

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জুম চাষে ব্যস্ত পাহাড়ের কৃষক

ছবি-সংগৃহীত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির প্রতিটি পাহাড়ে এখন ব্যস্ত জুমচাষিরা। দম ফেলার ফুরসত পর্যন্ত নেই তাদের। পাহাড়ের জঙ্গল-ঝোঁপঝাড় পরিষ্কার করে জুম চাষের উপযোগী করে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। জ্যৈষ্ঠের শুরুতে শুরু হবে ধানের বীজ বোনা।

সরেজমিন খাগড়াছড়ি সদর, ভাইবোনছড়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের পাহাড় ঘুরে দেখা যায়, প্রতিটি পাহাড়ে কাজে ব্যস্ত জুমচাষিরা। অনেকে জুম চাষের জন্য জায়গা তৈরি করার পর কলা, হলুদ, আদা রোপণ করছেন।

কিছুদিন পর জুমের প্রধান ফসল ধানের বীজ বোনা শুরু হবে। ভাইবোনছড়া ইউনিয়নের মুনিগ্রাম এলাকার চরনফা ত্রিপুরা বলেন, ‘আমি দুই আড়ি (এক আড়িতে ১০ কেজি) ধানের বীজ বোনার উপযোগী পাহাড় পরিষ্কার করেছি। এখন কলাগাছের চারা রোপণ করছি। জের শুরুতে ধানের বীজ বুনব।’

আলুটিলা পাহাড় এলাকার জুমচাষি নীল বর্ণ ত্রিপুরা বলেন, ঝোপঝাড় পরিষ্কার করা শেষ হলে তিনি হলুদ ও আদা রোপণ করবেন। এরপর ধান রোপণ করবেন।

খাগড়াছড়ি সদরের আঘবাড়ি এলাকার মংচিউ মারমা জানান, তিনি একটি পাহাড়ে এ বছর জুম চাষ করছেন। জুমের সঙ্গে তিনি আমের চারাও রোপণ করছেন। জুম চাষ শেষ হলে পাহাড়টি তখন আমবাগানে পরিণত হবে।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত বছর খাগড়াছড়িতে ২ হাজার ১৯৫ হেক্টর জমিতে জুম চাষ করা হয়েছে। এ বছরের হিসাব এখনও পাওয়া যায়নি।

বহুমাত্রিক.কম