নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর করবে না বাংলাদেশ। এমন অচলাবস্থা কাটানোর জন্য দু’দিন আগে আইসিসি কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এমন অবস্থায় এএফপি জানিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে সেই জায়গায় সুযোগ দেয়া হবে স্কটল্যান্ডকে।