Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬

এশিয়ান আর্চারির সভাপতি রাজিব উদ্দিন চপল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

এশিয়ান আর্চারির সভাপতি রাজিব উদ্দিন চপল

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। এর আগে দুই মেয়াদে বিশ্ব আর্চারি এশিয়ার প্রথম সহসভাপতি ছিলেন। 

আজ ঢাকায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান। কোরিয়ার চুং এশিয়ান আর্চারির কয়েক মেয়াদে সভাপতি ছিলেন। বিশ্বের অন্যতম বৃহৎ কম্পানি হুন্দাই গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি।
সভাপতি প্রার্থী চুং ঢাকায় আসেননি।

অনলাইন ভোটিংয়ে ৯ ভোট পান চুং। তার বিপরীতে সভাপতি হওয়ায় চপল পেয়েছেন ২৯ ভোট। চপল বিপুলসংখ্যক ভোটে নির্বাচিত হতেই হাততালির রোল পড়ে যায় ইন্টারকন্টিনেন্টাল হলে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব আর্চারিতে নিজেকে প্রতিষ্ঠিত করা চপল সংগঠক হওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষকতাও করেন।

Walton
Walton