Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

আজকের বাংলাদেশ সক্ষম ও উদীয়মান অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ২৫ মার্চ ২০২৪

প্রিন্ট:

আজকের বাংলাদেশ সক্ষম ও উদীয়মান অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই সুফল নিয়ে বাংলাদেশ ২০২৬ সাল নাগাদ স্থায়ীভাবে উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহান স্বাধীনতার ৫৪তম দিবসের আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন

প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য-জরাক্লিষ্ট বাংলাদেশ আজ সক্ষম ও উদীয়মান অর্থনীতির দেশ। আশা করা যায় ২০২৬ সাল নাগাদ আমরা স্থায়ীভাবে উন্নয়নশীল দেশের কাতারে যাবো।’  
 
নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি ও তার সহযোগীরা- এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনও বিএনপি ও তার সহযোগীরা বানচাল করতে চেয়েছিল। তবে জনগণের প্রতিরোধের মুখে তারা তা করতে পারেনি।

মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকারের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ১৫ বছরের বেশি সময় ধরে সরকার পরিচালনা করছে। এই সময়ে অভিযাত্রা একেবারেই কুসমাস্তীর্ণ ছিল না।’ অভ্যন্তরীণ এবং বাইরের অভিঘাত মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer