Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

জনপ্রিয় পপ গীতিকার শিনসাডংয়ের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

জনপ্রিয় পপ গীতিকার শিনসাডংয়ের মৃত্যু

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গীতিকার শিনসাডং টাইগার মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। শুক্রবার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম পুলিশ স্টেশনের এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে মৃত্যুর খবরটি জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। তবে কোথায়, কখন ও কিভাবে তার মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, সিউলে নিজের কর্মক্ষেত্রে জ্ঞান হারিয়ে ফেলেন শিনসাডং। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। তবে ঘটনা স্থলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পায়নি পুলিশ

২০০৫ সালে গান লেখা শুরু করেন শিনসাডং টাইগার। পরে সুরকার হিসেবেও ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১১ সালে সংগীত প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। তিনি এবি এন্টারটেইনমেন্ট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি শিনসাডং।

‘আপ অ্যান্ড ডাউন’, ‘রলি পলি’র মতো জনপ্রিয় কে পপ গানের সুরকার ছিলেন শিনসাডং। সম্প্রতি টিআর এন্টারটেইনমেন্টের প্রধান প্রযোজক হিসেবেও যোগ দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান গানের জগতে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer