Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ মাঘ ১৪২৮, বৃহস্পতিবার ২০ জানুয়ারি ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কমলা ভাসিন আর নেই


২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার, ০৯:২৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কমলা ভাসিন আর নেই

ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক ও নারী অধিকার আন্দোলনের সুপরিচিত কর্মী এবং দক্ষিণ এশিয়ায় ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ প্রচারণার অন্যতম নেত্রী কমলা ভাসিন মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো পঁচাত্তর বছর। 

বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল। অবস্থা খারাপ হলে শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

১৯৪৬ সালের ২৪ এপ্রিল কমলা ভাসিন জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার পরিবার ভারতের রাজস্থানে চলে আসে। রাজস্থানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন ভাসিন। এরপর তৎকালীন পশ্চিম জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে তিনি সমাজতত্ত্বে পড়াশোনা করেছিলেন।

জেন্ডার তত্ত্ব, নারীবাদ ও পিতৃতন্ত্র নিয়ে বেশ কিছু বই লিখে গেছেন কমলা ভাসিন। এসব বই ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।

১৯৭০ সাল থেকে ভারতসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীদের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন কমলা ভাসিন। তার লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘সতরঙ্গি লাড়কে’, ‘সতরঙ্গি লাড়কিয়া’ ইত্যাদি। এসব বইয়ে পিতৃতান্ত্রিক সমাজকাঠামোকে চ্যালেঞ্জ করেছিলেন কমলা। ২০০২ সালে তিনি ‘সংগত’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা প্রত্যন্ত ও অন্যান্য সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করে থাকে।

২০১৭ সালে তিনি ‘লাডলি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে’ ভূষিত হন কমলা ভাসিন।

-আনন্দবাজার

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।