Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

১২ জুন মাঠে গড়াবে লা লিগা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২২ মে ২০২০

প্রিন্ট:

১২ জুন মাঠে গড়াবে লা লিগা

চীনের উহান থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। এই ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। তবে ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল আসর।

ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। ইতালিয়ান সিরি’আ শুরু নিয়েও জল্পনা-কল্পনা চলছে। আর ১২ জুন সেভিয়া ডার্বি দিয়ে শুরু হচ্ছে লা লিগা। কপ নামের এক গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

নতুন সূচিতে শুক্রবার  প্রথম ম্যাচে এস্তাদিও র‌্যামন সানচেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে সেভিয়া বনাম রিয়াল বেতিস। বাকি ১১ ম্যাচের দিনগুলির সম্পূর্ণ সময়সূচি ২৮ মে শীর্ষ বিভাগের ২০টি ক্লাবকে জানানো হবে।

মার্কা জানিয়েছে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাসের কাছে শীর্ষ লিগ ফেরানোর এটি আদর্শ সময়সূচি হলেও এই সূচিকে বাস্তবায়নের জন্য অবশ্যই স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং স্পেন সরকারের কাছে এটি গৃহীত হতে হবে।