Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

১২৬ ঘণ্টা নেচে গিনেস রেকর্ডে নাম লেখালেন বন্দনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ৭ মে ২০১৯

প্রিন্ট:

১২৬ ঘণ্টা নেচে গিনেস রেকর্ডে নাম লেখালেন বন্দনা

ঢাকা : এবার নেচে গিনেস রেকর্ডে নাম লেখালেন এক নেপালি কিশোরী বন্দনা। বন্দনা টানা ১২৬ ঘন্টা নেচে রেকর্ডটি অর্জন করে। এর আগে এই রেকর্ডের দাবিদার ছিলেন ভারতীয় নাগরিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজস্ব সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কিশোরীর হাতে বিশেষ সম্মান তুলে দেন। ১৮ বছর বয়সী এই নৃত্যশিল্পীর নাম বন্দনা।

পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা বন্দনা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, শুক্রবারই গিনেস রেকর্ড থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই রেকর্ড বিষয়ে নিশ্চিত করা হয়।

এর আগে এই খেতাব ছিল কলামণ্ডলম হেমলথার (Kalamandalam Hemlatha)। হেমলথার রেকর্ড ভেঙে ১২৬ ঘণ্টা টানা নেচে গিয়েছেন এই কিশোরী, হিসেবমতো তা পাঁচ দিনেরও কিছু বেশি। ২০১১ সালে ১২৩ ঘন্টা ১৫ মিনিট নেচে রেকর্ড গড়েছিলেন হেমলথা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables