Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

হাজী সেলিমপুত্র ইরফান ও তার দেহরক্ষী ৩ দিনের রিমান্ডে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ২৮ অক্টোবর ২০২০

প্রিন্ট:

হাজী সেলিমপুত্র ইরফান ও তার দেহরক্ষী ৩ দিনের রিমান্ডে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।এর আগে, মঙ্গলবার ইরফান ও জাহিদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।

একই মামলার আরেক আসামি এ বি সিদ্দিক ওরফে দীপুকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার ইরফানের গাড়ির চালক মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পায় পুলিশ।

Walton
Walton