Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

সৌদি আরবে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ১১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

সৌদি আরবে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা

সৌদি আরবের আকাশে রোববার (১১ এপ্রিল) রমজান মাসের চাঁদ দেখা যায়নি, তাই সৌদি আরবে রোজা শুরু হবে মঙ্গলবার (১৩ এপ্রিল)। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

রোববার (১১ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানায়। খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় বৈঠকে বসে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। খালি চোখে আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।