Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ১১ আগস্ট ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সীমান্তে গোলাগুলি: পাকিস্তানের ৩ সেনা নিহত


১৬ আগস্ট ২০১৯ শুক্রবার, ১২:০০  এএম

বহুমাত্রিক ডেস্ক


সীমান্তে গোলাগুলি: পাকিস্তানের ৩ সেনা নিহত

ভারতের স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার উত্তপ্ত পাক-ভারত সীমান্তে দুই পক্ষে মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ পাকিস্তানের সেনা সদস্য নিহত হয়েছে। 

এদিন এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের তিন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে ভারত তাদের সেনা নিহত হওয়ার কথা অস্বীকার করেছে। খবর ডন ও জি নিউজের

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বৃহস্পতিবার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে করা এক টুইটে জানান, `নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের তিন সেনা সদস্য শহীদ হয়েছে। পরে পাল্টা হামলা চালায় পাকিস্তানি সেনারা। এ সময় ভারতের পাঁচ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়।`

এছাড়া পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের কয়েকটি বাঙ্কারও ধ্বংস হয় দাবি করে টুইটে আসিফ গফুর আরও লিখেছেন, `সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।`

এদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উড়ি ও রাজৌরির কাছে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনারা। এরপর গুলি চালিয়ে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার পাল্টা গুলিতে পাকিস্তানের ৩ সেনা নিহত হয়। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।