Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২১ আইএস জঙ্গি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২১ আইএস জঙ্গি

সিরিয়ার মরুভূমি এলাকায় গত ২৪ ঘন্টায় রুশ বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ২১ জিহাদী নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো, হামা ও রাকা প্রদেশের সীমান্তে আইএস জঙ্গিদের লক্ষ্য করে গত ২৪ ঘন্টায় রাশিয়ার বিমান বাহিনী অন্তত ১৩০ বার হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক এই সংস্থার খবরে আরো বলা হয়েছে, আইএস জঙ্গিরা শুক্রবার সরকার ও তার মিত্র বাহিনী লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। এতে দামেস্কপন্থী ৮ মিলিশিয়া নিহত হয়েছে। এর জের হিসেবে রাশিয়া বিমান হামলা শুরু করে। শনিবারও তা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে আরবিতে বাদিয়া হিসেবে পরিচিত সিরিয়ার বিশাল মরুভূমি অঞ্চলে জিহাদী ও রুশ সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে। এসব সংঘর্ষে ১৩শ’রও বেশি সরকারি সৈন্য নিহত হয়। এছাড়া ১৪৫ জন ইরানপন্থী মিলিশিয়া ও ৭৫০ জনেরও বেশি আইএস জিহাদী প্রাণ হারিয়েছে।