Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

সাহেদের রিমান্ড শুনাানি ১০ আগস্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ৬ আগস্ট ২০২০

প্রিন্ট:

সাহেদের রিমান্ড শুনাানি ১০ আগস্ট

অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের রিমান্ড শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আসামি সাহেদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২৭ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সাহেদ, ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভাপতি মো. মাহবুবুল হক চিশতীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।