Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন চলবে ২ ঘণ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ২৪ মার্চ ২০২০

প্রিন্ট:

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন চলবে ২ ঘণ্টা

ঢাকা : করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার ৫ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে খোলা থাকবে ব্যাংক।তবে এ সময় ব্যাংকিং লেনদেনের সময় কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।

সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

ব্রিফিংয়ে সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকুরেরা।

এরপর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ ছুটিতে সব ব্যাংক খোলা থাকবে।

মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ক নির্দেশনা সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে জানিয়ে দেয়া হবে। বিভিন্ন ছুটিতেই ব্যাংকগুলোকে এ রকম খোলা রাখা হয়।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables