Bahumatrik :: বহুমাত্রিক
 
১৩ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ২৮ মে ২০২০, ৬:০৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সাংবিধানিক পদধারীরা প্রটোকল পাবেন : হাইকোর্ট


০৭ আগস্ট ২০১৯ বুধবার, ০৪:৫৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সাংবিধানিক পদধারীরা প্রটোকল পাবেন : হাইকোর্ট

ঢাকা: সাংবিধানিক পদধারীদের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি অনুসারে আগের মতো প্রটোকল দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে হাইকোর্টের আদেশ নিয়ে নিউজ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে আদালত। জনস্বার্থে দায়ের করা এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

রিটের পক্ষে আইনজীবী একরামুল হক টুটুল বাসস’কে এ কথা জানান। তিনি বলেন, উচ্চ আদালতের অনেক নিউজকে মিসকোড করে প্রকাশ করা হয়। উচ্চ আদালতের সংবাদ প্রকাশ ও প্রচারে গণমাধ্যমকে আরো সতর্ক থাকতে বলেছে আজ আদালত। মো. শাহিনুর রহমানের দায়েরকৃত এ রিটে তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে রেসপনডেন্ট করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।