Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১ ১৪৩২, মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১৫ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ৯টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় ।

সাংবাদিক হিলালীর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, সকালে বাসায় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন হিলালী। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

হিলালীর প্রথম জানাজা তাঁর কর্মস্থল ভোরের কাগজ ভবনে অনুষ্ঠিত হবে। এরপর জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables