Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ আশ্বিন ১৪২৮, বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সমস্যা


১৩ আগস্ট ২০২১ শুক্রবার, ০১:২৬  এএম

মিফতাহুল জান্নাত নুহা

বহুমাত্রিক.কম


সমস্যা

জন্ম মানেই কি সমস্যা
বেঁচে থাকাই কি পাপ
পারবে কি কেউ দিতে
আমার এই প্রশ্নের জবাব?

জানি কেউ পারবে না, কেউ বুঝবে না 
শত হাজারো নিঃস্ব মা ও বাবা
হোক না সে যতই পাপী
করুক না যতই পাপ

তবে কেন এত সমস্যা
শুধু সমস্যা চারিদিক
আমি কি সমস্যা
নাকি আমার সমস্যা
কোনটা হবে সঠিক?

জন্মেছি অবধি
আশে পাশে শুধু
কানে ভেসে আসে ঐ শব্দ
যদি-ও বা থাকে আকাশ বাতাস
প্রকৃতি ও নিস্তব্ধ

তাহলে কি ভাববো
সমস্যা কি শুধুই শব্দ?
যার ব্যবহারে অন্যেরা শুধু
অন্যকে করে জব্দ।

নাকি আছে আর কোন রূপ
প্রকৃতি আমাকে বলেনি তো..
থেকে গেছে নিশ্চুপ।

আমি চাই, চাই জানতে
চাই জানাতে সবাইকে
এতো সমস্যার সমাধান কি এটা,
যদি আমি জন্ম না নিতাম
এতো অচেনা মানুষের ভিড়ে!

শিক্ষার্থী, নবম শ্রেণি
সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।