Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

সন্ধ্যায় খালেদার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতারা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ২৫ মে ২০২০

আপডেট: ১০:২৫, ২৫ মে ২০২০

প্রিন্ট:

সন্ধ্যায় খালেদার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতারা

ফাইল ছবি

ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সোমবার  সন্ধ্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সন্ধ্যা ৭টায় গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন নেতারা। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা।

২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি প্রধান।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো। সেটাও স্বাস্থ্য বিধি মেনে দেখা করবো।’