Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে নজরুলের সমাধিতে শ্রদ্ধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ২৫ মে ২০২০

প্রিন্ট:

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে নজরুলের সমাধিতে শ্রদ্ধা

ঢাকা: নজরুল জয়ন্তী উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, যুগ্মসচিব অসীম কুমার দে, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব আব্দুর রহিম প্রমুখ।

পরে কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables