Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

শিশুদের মাটির ব্যাংকের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৩, ৪ মে ২০২০

প্রিন্ট:

শিশুদের মাটির ব্যাংকের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

ছবি- সংগৃহীত

ঢাকা : করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে পিরোজপুরের মিনা শিশু নিকেতনের পাঁচ শিশু মাটির ব্যাংকে জমানো টাকা তুলে দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

সোমবার পিরোজপুর সদর উপজেলার মরিচাল গ্রামের ওই প্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থী জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কাছে এ টাকা তুলে দেয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শহিদুল ইসলাম মাজেদ জানান, টিফিনের টাকা থেকে সঞ্চয় করতে প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করা হয়। আর সেখানেই শিক্ষার্থীরা তাদের টাকা সঞ্চয় করে। করোনাভাইরাসের দুর্যোগকালীন সরকারকে সহযোগিতা করতে পাঁচ শিক্ষার্থী মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে আসে। মূলত টেলিভিশনে এই দুর্যোগের কথা জেনেই সহযোগিতা করার ব্যাপারে আগ্রহী হয়। শিক্ষার্থীদের টাকার সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষক এবং সংশ্লিষ্টরা আরও টাকা যোগ করে জেলা প্রশাসকের কাছে মোট ১৫ হাজার ৫২২ টাকা ৫০ পয়সা জমা দেন।

২০১৭ সালেও প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বানভাসী মানুষকে সহায়তা করেছে বলেও জানান তিনি।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables