Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩২, মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

ল্যান্স ক্লুজনার আফগানিস্তানের কোচ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ল্যান্স ক্লুজনার আফগানিস্তানের কোচ

ঢাকা : দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার আফগানিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স অধ্যায়ের শেষ হয়। এরপর কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালিয়ে নেয় তারা। এরপরই নিয়োগ দিল নতুন কোচ।

আফগানিস্তানের কোচ হতে প্রায় ৫০ জন আবেদন করেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকেই পছন্দ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ হবে রশিদ খানদের কোচ হিসেবে তার প্রথম সফর। আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি লুৎফুল্লা স্টানিকজাই বলেন, `বিশ্ব ক্রিকেটে ক্লুজনার খুবই বড় নাম। তার খেলোয়াড়ি এবং কোচিং ক্যারিয়ার থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবেন বলে মনে করছি।`

দায়িত্ব পেয়ে ল্যান্স ক্লুজনার বলেন, `আমি খুবই উচ্ছ্বসিত এবং সম্মানিত যে বর্তমান ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটারকে নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। সবাই আফগানদের ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা জানেন। আমি আত্মবিশ্বাসী যে পরিশ্রম দ্বারা তাদের বিশ্বের সেরা দলের কাতারে আনা সম্ভব। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।`

ক্লুজনার দক্ষিণ আফ্রিকার টেস্ট এবং পরে টি-২০ ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিম্বাবুয়ের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলে রাজশাহী কিংসের প্রধান কোচ ছিলেন সাবেক এই অলরাউন্ডার। এছাড়া দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল একাডেমি ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ল্যান্স ক্লুজনার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables