Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

লোকালয় থেকে বিরল প্রজাতির হনুমান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৮, ২৯ নভেম্বর ২০২০

প্রিন্ট:

লোকালয় থেকে বিরল প্রজাতির হনুমান উদ্ধার

ছবি- বহুমাত্রিক.কম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লোকালয় থেকে বিরল প্রজাতির চশমাপরা একটি হনুমান উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা হনুমানটি গ্রামবাসীর হাতে আটক হয়।

গ্রামের সিরাজ মিয়া শুক্রবার বিকালে হনুমানটিকে দেখতে পেয়ে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে চমশাপরা হনুমানটি উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

স্থানীয়রা জানান, ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকালে চশমাপরা হনুমান নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ভাসানীগাঁও থেকে চশমাপরা হনুমানটি উদ্ধার করে।

লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বনকর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, হনুমানটি সম্পূর্ণ সুস্থ্য অবস্থায়ই উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর প্রাথমিকভাবে পর্যবেক্ষনের জন্য রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পরে এটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables