Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চড়া মূল্য দিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ২০ অক্টোবর ২০১৯

আপডেট: ১৩:২৮, ২০ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চড়া মূল্য দিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

ঢাকা : অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বাংলাদেশকে এখন চড়া মূল্য দিতে হচ্ছে।

শনিবার ( ১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফ’র বার্ষিক সম্মেলনে তিনি জানান, যতো দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, যতো দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ। পরে অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশকে ডলার নয় টাকার মানে ঋণ দেয়ার আগ্রহ জানায় এইচএসবিসি ও সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকতে চায় বিশ্বব্যাংক। বার্ষিক সম্মেলনের এক সেশনে কক্সবাজার উন্নয়নেও কাজ করার কথা জানায় সংস্থাটি। যদিও, অর্থমন্ত্রী বলছেন, আর্থিক সহযোগিতা নয়, দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশ্বব্যাংকের সক্রিয় ভুমিকা চায় বাংলাদেশ।

অর্থমন্ত্রী বলেন, সিদ্ধান্ত নিতে হবে একটা। আপনি কি টাকা চান নাকি রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন। আমাদের উদ্দেশ্য একটাই তাদের ফেরত পাঠানো। দেশের মানুষ এটাই চায়। এর বাইরে আমাদের চিন্তার সুযোগ নাই। এসময়, ভারত, জাপান ও চীনের সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধান কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables