Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ জ্যৈষ্ঠ ১৪২৭, মঙ্গলবার ২৬ মে ২০২০, ১২:২৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজশাহী, নাটোর ও পাবনা জেলা বিএনপির কমিটি


০৬ জুলাই ২০১৯ শনিবার, ০১:০১  এএম

বহুমাত্রিক ডেস্ক


রাজশাহী, নাটোর ও পাবনা জেলা বিএনপির কমিটি

বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে এই কমিটির অনুমোদন করে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু সাঈদ চাঁদ আহ্বায়ক, সাইফুল ইসলাম মার্শাল যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ সরকারকে সদস্য সচিব করে রাজশাহী জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আলহাজ্ব আমিনুল হক আহ্বায়ক, কাজী শাহ আলম যুগ্ম আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে নাটোর জেলা বিএনপি’র ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আহ্বায়ক, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার যুগ্ম আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করে পাবনা জেলা বিএনপি’র ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।