Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ মাঘ ১৪২৭, মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১, ২:৪০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী


০৭ অক্টোবর ২০২০ বুধবার, ০৪:৪৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী

এ বছর রসায়নে নোবেল পেয়েছেন দুই নারী বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সের এমানুয়েলে শার্পেন্তিয়েখ ও যুক্তরাষ্ট্রের জেনিফার ডৌডনা।

বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের বিজয়ী হিসেবে এই দুই নারীর নাম ঘোষণা করে। তারা দু`জন পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন। খবর এএফপির

চলতি বছর নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টে। আগে এ পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার)।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তি ও আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।