Bahumatrik :: বহুমাত্রিক
 
২৬ আষাঢ় ১৪২৭, শুক্রবার ১০ জুলাই ২০২০, ১০:১০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গোলাগুলিতে নিহত ৩


১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার, ০৯:৫০  এএম

বহুমাত্রিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গোলাগুলিতে নিহত ৩

ঢাকা :যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ালমার্ট স্টোরে গুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে।আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। স্থানীয় সময় সোমবার ওকলাহোমার ডানক্যানে ওয়ালমার্টে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দোকানের বাইরে একটি গাড়িতে দুজন গুলিতে নিহত হয়েছে এবং তৃতীয় ব্যক্তি নিহত হয়েছে একটি পার্কিং এলাকায়।নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে পুলিশে জানিয়েছে। এ ঘটনার পর শহরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে স্থানীয় সময় রোববার রাতে এক পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলা হয়।এতে গুলিবিদ্ধ ১০ ব্যক্তির মধ্যে পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সময় রোববার রাতে অজ্ঞাত বন্দুকধারীরা বাড়ির পেছনের আঙিনায় পারিবারিক অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশ জানিয়েছে, এখনও কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি।ঘটনার সময় পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা বাড়ির উঠানে ফুটবল খেলা দেখছিলেন। সেই সময় আড়াল থেকে বন্দুকধারীরা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রে এ ধরনের বন্দুক হামলা প্রায়শই ঘটে থাকে। তবে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ